আমরা যখন ওয়েব সাইট বানাব তার জন্য কীওয়ার্ড বাছাই করতে হবে এবং এই কীওয়ার্ড গুলো সাইটের বিভিন্ন অংশে বসাইতে হবে। সব চেয়ে ভালো হয়, যদি ডোমেইন নামটি বাছাইকৃত কীওয়ার্ড দিয়ে বানানো হয়। এটি এসইও এর জন্য একটি গুরত্বপূর্ণ বিষয়। দ্বিতীয় HTML এর Title এ কীওয়ার্ড থাকা উচিত। ওয়েব সাইটের Title বাছাইকৃত কীওয়ার্ড দিয়ে সুন্দরভাবে সাজাইতে হবে এটিও গুরত্বপূর্ণ। কারণ এই অংশটি একজন ব্যবহারকারী এবং সার্চ ইঞ্জিনকে সে পৃষ্ঠায় কী তথ্য আছে তা
নির্দেশ করে। এবং তৃতীয় গুরত্বপূর্ণ হচ্ছে ওয়েবসাইট এর “Description” meta tag. অর্থাৎ ওয়েবসাইট টি কি ধরনের বা বিষয় এর উপর বানানো হয়েছে তা নির্দেশ করে। এক কথায়, এর মাধ্যমে ঐ সাইটের সারমর্ম লেখা হয়। যা সার্চ ইঞ্জিন কে সঠিক ভাবে সেই সাইট ের পৃষ্ঠা indexing এ সহায়তা করে। এই ধরনের পদ্ধতিকে On Page Optimization বলা হয়।
নির্দেশ করে। এবং তৃতীয় গুরত্বপূর্ণ হচ্ছে ওয়েবসাইট এর “Description” meta tag. অর্থাৎ ওয়েবসাইট টি কি ধরনের বা বিষয় এর উপর বানানো হয়েছে তা নির্দেশ করে। এক কথায়, এর মাধ্যমে ঐ সাইটের সারমর্ম লেখা হয়। যা সার্চ ইঞ্জিন কে সঠিক ভাবে সেই সাইট ের পৃষ্ঠা indexing এ সহায়তা করে। এই ধরনের পদ্ধতিকে On Page Optimization বলা হয়।
Page Rank
PageRank বা PR হচ্ছে গুগল কতৃক ব্যবহৃত এক ধরনের লিঙ্ক এ্নালাইসিস এলগরিদম।
যার মাধ্যমে একটি ওয়েবসাইট কততা গুরত্বপূর্ণ তা বিচার বা নির্ধারণ করা হয় এবং সার্চের ফলাফলে গুরত্ব দেওয়া হয়। একটি ওয়েবসাইট কতটা গুগলের কাছে গুরত্বপূর্ণ তা এই পেজরেংক এর মাধ্যমে জানা যায়। অর্থাৎ যে সাইট যতটা গুরত্বপূর্ণ তার পেজরেংক ততো বেশি হইয়ে থাকে এবং সার্চের ফলাফলে ততো সামনের দিকে থাকে। সর্বোচ্চ পেজরেংক হচ্ছে ১০ আর সর্বনিম্ন পেজরেংক হচ্ছে ০। গুগল টুলবারের মাধ্যমে একটি সাইটের পেজরেংক জানা যায়। টুলবারটি এই লিঙ্ক থেকে ডাউনলোড করা যাবে-
No comments:
Post a Comment