বর্তমানে
আমরা ইন্টারনেট ব্যবহার করি, কিন্তু আমাদের কম্পিউটার এর আইপি কত? আমাদের
ইন্টারনেট এর ডাউনলোড এবং আপলোড গতি কত? টা জানিনা।
আজ আমি
এমন এক সফটওয়্যার এর কথা আপনাদের কাছে বলবো (অনেকে হইত জানেন) যারা জানেন না তাদের
জন্য।
এই
সফটওয়্যার এর মাধ্যমে আপনি আপনার কম্পিউটার এর আইপি ঠিকানা, ডাউনলোড এবং আপলোড গতি
জানতে পারবেন।
উইন্ডোজ
এক্সপি ও উইন্ডোজ ৭ অপারেটিং সিস্টেমে চলা কম্পিউটার এ ব্যবহৃত ইন্টারনেটে গতি পরীক্ষার
পাশাপাশি আইপি ঠিকানা,ডাউনলোড ও আপলোডের গতি জানার কার্যকর একটি সফটওয়্যার ‘নেটওয়ার্ক
মিটার’ ৯.৫।
এই
সফটওয়্যার টি বিনা মূল্যে ডাউনলোড করা যাবে।
এই
পোস্ট টি আপনাদের ভাল লাগলে অবশ্যই Comment করবেন।
No comments:
Post a Comment